ঢাবিতে প্রথমবারের মত ‘নৃত্যকলা বিভাগ উদযাপন’ অনুষ্ঠান

০৫ মার্চ ২০২২, ০৫:০৭ PM
নৃত্যকলা বিভাগ উদযাপন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

নৃত্যকলা বিভাগ উদযাপন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের উদ্যোগে ১ম বারের মত ‘নৃত্যকলা বিভাগ উদযাপন-২০২২’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, নৃত্য সারথী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান, নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন মনিরা পারভীন এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন: গণপরিবহনে নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার

প্রধান অতিথির বক্তৃতায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় তিনি বলেন, একটি মানবিক ও সৃজনশীল সমাজ বিনির্মাণের জন্য যে সকল উপাদান প্রয়োজন হয়, নৃত্যকলা তার মধ্যে একটি অন্যতম শক্তিশালী উপাদান। নৃত্যশিল্পের নানাবিধ বিকাশ ঘটাতে এই বিভাগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়। নৃত্যকলার উৎকর্ষ সাধনের মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন উন্নত সমাজ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনের জন্য উপাচার্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য পর্বের পর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক তামান্না রহমান। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9