কাল থেকে চলবে চবির সব শাটল

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৯ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © সংগৃহীত

এক মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো শাটল ট্রেন। আজ সোমবার দুইটি ও আগামীকাল বাকি চারটি শাটল ট্রেন চালু করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম।

মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচল করা সাত জোড়া ট্রেনের মধ্যে তিন জোড়া শাটল ট্রেন অনির্দিষ্টকালের জন্য না চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ২৬ জানুয়ারি থেকে ১৩১ / ১৩২, ১৩৫ / ১৩৮ ও ১৪১ / ১৪২ নম্বরধারী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে ক্যাম্পাসে আসতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, সোমবার শহর থেকে ৩টা ৫০-এর এবং বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৫টার ট্রেন চালু হবে। মঙ্গলবার থেকে বাকি দুই জোড়াও আগের নিয়মে চলবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। ডেমু ট্রেনগুলোর ইঞ্জিন সংস্কারের কাজ চলছে। সেগুলো ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রুটে ডেমু চলাচল করবে।

এদিকে পূর্ণাঙ্গ শিডিউলে শাটল ট্রেন চালুর দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস চালু করার সিদ্ধান্ত জানানো হয়।

ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬