ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন ঢাবির তূর্য

ইসরার-উল ইসলাম তূর্য
ইসরার-উল ইসলাম তূর্য  © ফাইল ফটো

ঘুমে মধ্যে স্ট্রোক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের মাস্টার্সের (স্নাতকোত্তর) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকার শান্তিবাগের বাসায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি। চিকিৎসক বাসায় এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃতের নাম ইসরার-উল ইসলাম তূর্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। গত বছরের নভেম্বর মাসে তিনি বিয়ে করেন বলে বন্ধুরা জানান। তূর্যের ব্যক্তিগত ফেসবুক একাউন্টেও তার স্ত্রীর সঙ্গে ছবি থাকতে দেখা যায়।

বিভাগের চেয়ারম্যানসহ একাধিক শিক্ষক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বলেন, রাত ১১টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি আমাদের এক শিক্ষার্থী ঘুমের মধ্যে মারা গেছেন। তার বাসা ঢাকাতেই। পরে আমাদের বিভাগের শিক্ষকরা তার বাসায় তাকে দেখতে যান।

একই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসইন সিদ্দিকী বলেন, রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান ইসরার-উল ইসলাম। একজন চিকিৎসককে তার বাসায় আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন। সম্ভবত ঘুমের মধ্যে মাইল্ড স্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সবার কাছে তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করছি।

ইসরার-উল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরে। তাকে চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence