রং ও তুলির আঁচড়ে প্রতিবাদ, প্রদীপ প্রজ্বলনে হিমেলকে স্বরণ

রং ও তুলির আঁচড়ে প্রতিবাদ, প্রদীপ প্রজ্বলনে হিমেলকে স্বরণ
রং ও তুলির আঁচড়ে প্রতিবাদ, প্রদীপ প্রজ্বলনে হিমেলকে স্বরণ  © টিডিসি ফটো

রং তুলির ছোঁয়ায় চিত্রকর্ম প্রদর্শন করে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেলের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুর্ঘটনাস্থলে দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শন শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হিমেলকে স্বরণ করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রদীপ হাতে নিয়ে শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সদস্যরা। শোভাযাত্রাটি হিমেলের মারা যাওয়া স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা প্রদীপ রেখে শোক সমাবেশ করেন।

অন্যদিকে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আগে থেকেই সেখানে প্রদীপ নিয়ে অপেক্ষা করছিলেন। তারাও দুর্ঘটনাস্থলে প্রদীপ প্রজ্বালন করে সাংস্কৃতিক জোটের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন। সমাবেশে হিমেলের নানা স্মৃতি তুলে ধরেন এবং হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

সমাবেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তারেক নূর ও টিএসসিসির পরিচালক অধ্যাপক আরিফ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল হিমেলের বাবা-দাদির

এর আগে এদিন সকাল থেকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাস্থলে রং তুলির ছোঁয়ায় ছবি আঁকেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের সামনে রাস্তায় আঁকা হয়েছে হিমেলের ছবি। সেখানে লেখা হয়েছে, ‘রাস্তাঘাটে পিষে মরি, বাতাসে তোদের শ্বাস, সৃষ্টিকূলের ঘাতকেরা তোরা সাবধান থাক।’

চিত্র অঙ্কনকালে হিমেলের সহপাঠীরা জানান, হিমলকে হারানোয় আমাদের মনে যে রক্তক্ষরণ হচ্ছে, সেটি রং তুলির ছোঁয়ায় আমরা তুলে ধরছি। পাশাপাশি আমরা হিমেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে এসে তুলির আঁচড়ে হিমেলকে নিয়ে অনুভূতি জানাতে পারবে। আমরা রং তুলি ও কাগজ সরবরাহ করবো।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের কাছে বিশ্ববিদ্যালয় ট্রাকচাপায় নিহত হন গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মানের পাথর বহন করছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬ টি ট্রাকে আগুন দিয়ে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence