ক্যাম্পাস নিরাপদ করতে ৬ দাবি জাবি শিক্ষার্থীদের
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৫:০৯ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০৪:০০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনিরাপদ যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার (০৫ জানুয়ারি) সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা ৬টি দাবি তুলে ধরে।
আরও পড়ুন: জাবিতে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী গুরুতর আহত
মানববন্ধনে ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ শিক্ষার্থীদের পক্ষে ৬টি দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো-
১) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে;
২) আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ভার প্রশাসনকেই বহন করতে হবে;
৩) ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলে শৃঙ্খলা আনতে হবে;
৪) বহিরাগতদের গাড়ি ক্যাম্পাসের বাইরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে;
৫) ঘাতক গাড়ি চালককে আটক করে শাস্তির আওতায় আনতে হবে;
৬) ক্যাম্পাসের রাস্তাগুলোতে গতিরোধক স্পীড ব্রেকার তৈরি করতে হবে।
আরও পড়ুন: জাবিতে নারী শিক্ষার্থীর গাড়িতে ছাত্রলীগের ভাঙচুর
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে চলাচলে আমাদের রিকশার উপর নির্ভর করতে হয়। আজ যদি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা থাকতো, পথে গতিরোধক থাকতো তাহলে আমার সহপাঠি হাসপাতালের বিছানায় থাকতো না। এর দায় প্রশাসন এড়াতে পারে না।
আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
৪৬ ব্যাচের আরেক শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিছু দিন আগে ৪৬ ব্যাচের এক শিক্ষার্থী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়, আজ ৪৭ ব্যাচের আরেক বোন আহত হয়েছে। প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার ক্যাম্পাসে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।