রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি

মানববন্ধনে শিক্ষার্থীরা
মানববন্ধনে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি করেন তারা।

কর্মসূচিতে নেতারা পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে বলেন, আমরা অসাংবিধানিক পোষ্য কোটা বাতিল চাই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এভাবে অকৃতকার্য ফেল করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে প্রশাসন মেধাবী শিক্ষার্থীদের সাথে অন্যায় করছে। কোটা যদি দরকার হয় তবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে শ্রমিক, মজুর, কৃষক পরিবারের সন্তানদের দিতে হবে।

আরও পড়ুন: জাবিতে শিক্ষকের গাড়ির সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ

তারা বলেন, কোনো ভাবেই শিক্ষক বা প্রশাসনে কর্মরত চাকুরীজীবিদের সন্তানরা কোটার আওতায় আসতে পারে নাহ। পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকাশ আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক নাঈমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সুজন রানাসহ অন্যন্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: রাকসুর দাবিতে এক কাতারে রাবির সব ছাত্রসংগঠন

এর আগে, গত ৬ ডিসেম্বর ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় ফেল করেও ভর্তির সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ নির্ধারণ করা হলেও পোষ্য কোটায় ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত হয়।


সর্বশেষ সংবাদ