তরুণ শিক্ষক-গবেষকদের নিয়ে আলোর পথে হাটতে চাই: উপাচার্য
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৬:৪৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২১, ০৬:৪৬ PM
একঝাঁক তরুণ শিক্ষক-গবেষকদের নিয়ে আমরা আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য ‘‘Writing Research Papers and Project Proposals’’ এ কর্মশালার আয়োজন করা হয়।
চবি উপাচার্য বলেন, জ্ঞান-গবেষণায় পারদর্শিতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষম করে গড়ে তোলার জন্য এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা একঝাঁক তরুণ শিক্ষক-গবেষককে নিয়ে আলোর পথে হাটতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন।
উপাচার্য বলেন, বিশ্বায়নের এ যুগে নিজেদের যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হলে তরুণ শিক্ষক-গবেষকবৃন্দকে নিয়মিত গবেষণার মাধ্যমে তাঁদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করতে হবে। গবেষণার ফলশ্রুতিতে নিজেরা যেমন উপকৃত হবে তেমনি বিশ্ববিদ্যালয় তথা দেশ-জাতি উপকৃত হবে। মাননীয় উপাচার্য আরও বলেন, আইকিউএসি আয়োজিত এ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।