চবির সেই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

২৮ অক্টোবর ২০২১, ০৮:৪২ AM
অভিযুক্ত চবি শিক্ষার্থী মাহফুজুর

অভিযুক্ত চবি শিক্ষার্থী মাহফুজুর © সংগৃহীত

এক নারীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন যৌন হয়রানির শিকার ওই নারী। 

অভিযুক্ত মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নগরীর জিইসি মোড়ে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। 

গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরীর সানমার শপিংমলের সামনে যৌন হয়রানির ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীর বড় বোন। 

শ্লীলতাহানির শিকার হওয়ার বিষয়টি ফেইসবুকে লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সেই শিক্ষার্থী। তিনি জানান, (ওই সময়) সে ও তার বোন সানমারের সামনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এমন সময় একটা ছেলে (অভিযুক্ত মাহফুজুর) তার বোনের ‘সেনসেটিভ জায়গায়’ হাত দেয়। সাথে সাথে ছেলেটা রোড পার হওয়ার জন্য হাঁটা ধরতেই আপা পেছন থেকে ওকে ধরে ফেলে। পরে তার পরিচয় জানা যায়। 

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬