চবিতে ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা   © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এই শিফটে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২২৩ জন।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। এসময় তিনি বলেন, পরীক্ষা নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এ নিয়ে প্রক্টরিয়াল বডি কাজ করছেন। এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি জানিয়ে তিনি বলেন, এখানে প্রশ্নপত্র ফাঁসের মতো কোন ঘটনা না ঘটা চবির ৫০ বছরের ঐতিহ্য।

এছাড়া ভর্তি পরীক্ষার সময়কালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আজ বিকেলে ‘খ’ ইউনিটের ২য় শিফটের অনুষ্ঠিত হবে, যেখানে ১৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।


সর্বশেষ সংবাদ