ঢাবি ক্যাম্পাসে ময়লা ফেলার জায়গায় বসলো ফুলের টব

স্যার এএফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের গেটের মাঝখানের জায়গার ময়লার ভাগাড় সরিয়ে ফুলের টব বসানো হয়েছে
স্যার এএফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের গেটের মাঝখানের জায়গার ময়লার ভাগাড় সরিয়ে ফুলের টব বসানো হয়েছে  © সংগৃহীত

নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি যাওয়ার সময় চলতে হতো নাক চেপে। কারণ এ রাস্তার পাশে ময়লা ফেলতেন পথচারীরা। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গার ময়লা এনেও স্তূপ করে রাখা হতো এখানে।

অনেকবার উদ্যোগ নিয়েও রাস্তার পাশে উন্মুক্ত এই ভাগাড় সরানো সম্ভব হয়নি। তবে স্থায়ীভাবে ভাগাড় সরাতে অভিনব কৌশল বেছে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ক্যাম্পাসের স্যার এএফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের গেটের মাঝখানের জায়গার ময়লার ভাগাড়টি সরিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে সারি সারি ফুলের টব বসানো হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের একাধিকবার বলার পরও তারা কথা শোনেননি। আমি তাদের বলেছিলাম, নিজ নিজ জায়গায় ময়লা রাখলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। ছবি, পোস্টার লাগানোর পরও পথচারীরা সতর্ক হয়নি। তাই ভাবলাম, ফুলের টব রাখা হলে হয়তো সবার মাথায় পরিচ্ছন্নতার বিষয়টি কাজ করবে। সে জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ময়লার ভাগাড় সরিয়ে ফুলের টব বসানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ তালুকদার বলেন, ক্যাম্পাসের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এর আগেও বোতল আকৃতির ডাস্টবিন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর।


সর্বশেষ সংবাদ