বজ্রপাত থেকে বাঁচতে বিএনসিসি জাবি প্লাটুনের তালগাছ রোপণ

০৭ অক্টোবর ২০২১, ০৮:১৬ PM
বিএনসিসি জাবি প্লাটুনের উদ্যোগে ক্যাম্পাসে শতাধিক তালগাছের চারা রোপণ

বিএনসিসি জাবি প্লাটুনের উদ্যোগে ক্যাম্পাসে শতাধিক তালগাছের চারা রোপণ © টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্লাটুনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে জাবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা ক্যাম্পাসের ব্যবসায় অনুষদ প্রাঙ্গন, নবনির্মিত হল সংলগ্ন জেনারেটর বাজার সড়ক ও প্রশাসনিক ভবনের সামনে এসব চারা রোপণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ উল হাসান ও জাবি বিএনসিসি’র ভারপ্রাপ্ত শিক্ষক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান দীপু উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে তালগাছ রোপণের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে জাবি প্লাটুনের এ উদ্যোগ প্রশংসনীয়। এতে করে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন হবে এবং তালগাছগুলো বড় হওয়ার পর বজ্র নিরোধক হিসেবেও কাজ করবে।

জাবি প্লাটুনের ভারপ্রাপ্ত শিক্ষক পিইউও মেহেদী হাসান দীপু জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা দেখেছি সারাদেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েই চলেছে। তালগাছ বজ্রপাত নিরোধক হওয়ায় আমরা ক্যাম্পাসে তালবীজ রোপণের সিদ্ধান্ত নিয়েছি।

কর্মসূচি বাস্তবায়নে বিএনসিসি জাবি প্লাটুনের ক্যাডেট ইনচার্জ সিইউও হাসিব সোহেল, ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেকুর রহমানসহ প্লাটুনের অনান্য ক্যাডেটরা ভূমিকা পালন করেন।

সাজিদ হত্যা থেকে রেজিস্ট্রার পদ নিয়ে হট্টগোল—বছরজুড়ে ঘটনাবহ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শাস্তি বাড়িয়ে ‘স্মোকিং জোন’ বাতিল, যেসব স্থানে ধূমপান করা য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে উধাও দুর্বৃত্তরা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুবির ভর্তির আবেদন শেষ আজ, এখন পর্যন্ত কত আবেদন পড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গাজায় ৩৭টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিল করছে ইস…
  • ৩১ ডিসেম্বর ২০২৫