শেখ হাসিনার জন্মদিনে ১৫শ জনকে টিকা দিয়েছে চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন পেয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এই ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন। 

চবি মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ভ্যাকসিনের কেন্দ্র দিয়েছেন শুধু তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলছে করোনার ভ্যাকসিন দেওয়া হয়।

চবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বিশ্বে বাংলাদেশ সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষা, চিকিৎসা ও শিল্পসহ সবক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছি। শতভাগ ভ্যাকসিনের আওতায় আনতে চেষ্টা করছি আমরা। যাতে করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে আমরা ফিরে যেতে পারি।

চবি মেডিকেল সেন্টারের অফিসার ডা. আবু তৈয়ব বলেন, আমরা সকাল সাড়ে ৯টা থেকে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করছি। কোনো ঝামেলা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই দফায় চবি পরিবারের মোট ১৫০০ জন শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সিনোভেক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ