চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪

০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, সিএফসির কর্মী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান এবং সিক্সটি নাইন গ্রুপের কর্মী বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েনন্স বিভাগের রিমন, গণিত বিভাগের রুহুল আমিন ও একই বিভাগের বাঁধন।

বিবাদমান গ্রুপ সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

এর মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত আছেন। এখন পরিস্থিতি শান্ত।

এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি। এতে উভয় গ্রুপের দুজন আহত হন। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬