ঢাবির এক শিক্ষককে স্থায়ীভাবে চাকুরিচ্যুত

৩১ আগস্ট ২০২১, ০৯:৪৬ PM
নাফিজ জামান শুভ

নাফিজ জামান শুভ © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত (ডিসমিসাল) করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচ.ডি এবং ১৩ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর শিক্ষা ছুটিতে বিদেশ যান তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভ। তবে নির্দিষ্ট ছুটি শেষে দেশে ফিরে না আসায় ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

ওই সময় শর্ত জুড়ে দেয়া হয়, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে তিনি যত বেতনভাতা পেয়েছেন সব ফেরত দিতে হবে। এর মোট পরিমাণ ১৩ লাখ ৬৪ হাজার ৫৬১ টাকা। তবে দুই বছর পার হলেও নাফিজ জামান শুভ এই টাকা ফেরত না দেয়ায় সিন্ডিকেট সভা থেকে এই শিক্ষককে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম হলো, কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে বিদেশ গেলেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে বেতন-ভাতা পাবেন। শর্ত রয়েছে, ছুটি শেষে ফের বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হবে। জয়েন না করলে যে বেতন উনাকে এতদিন দেয়া হয়েছে সেটি ফেরত দিতে হবে।

তিনি অিারও বলেন, শিক্ষা ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগ না দেয়ায় এই শিক্ষককে ২০১৯ সালে অব্যাহতি দেয়া হয়েছে। তবে পাওনা টাকা পরিশোধ না করায় এবার তাকে বরখাস্ত করা হলো। এই টাকা আদায়ের জন্য কোর্টে মামলা করা হবে। এছাড়া উনি এখন কানাডাতে অবস্থান করছেন। যেখানে উনি কাজ করছেন সেখানে এবং কানাডিয়ান দূতাবাসকে টাকা পরিশোধ না করার বিষয়টি জানিয়ে দেয়া হবে।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬