কতজন শিক্ষার্থী টিকা নিয়েছে, তথ্য চেয়েছে ঢাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০১:৩৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২১, ০২:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ বিষয়ক তথ্যাদি প্রদান করেননি তাদেরকে অতিদ্রুত তথ্য দিতে আহবান জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দেয়া লিংকে এড্রেসে প্রবেশ করে ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। ঢাবি বুধবার (২৫ আগস্ট) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে দেয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করেনি, তাদেরকে অতিদ্রুত এই তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। লগইন সংক্রান্ত যেকোনো সমস্যায় নিজ নিজ বিভাগ অথবা ইনস্টিটিউটের ইমেইল এ্যাডমিনের সঙ্গে যোগাযোগের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কেউ কেউ আইসিটি সেল-এ ইমেইল প্রেরণের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রেরণ করছেন, যেটি ডাটাবেস-এ সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে শিক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইল থেকে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।