ফকির আলমগীরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৯:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২১, ০৯:৪৭ PM
গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) এর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ।
আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন প্রেরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় উপাচার্য বলেন, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রয়াণে জাতি একজন দেশপ্রেমিক ও প্রগতিশীল ব্যক্তিকে হারালো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য শিল্পী ফকির আলমগীরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গণসংগীতশিল্পী ফকির আলমগীর শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।