ঢাবির শামসুন্নাহার হলের ‘কালো দিবস’ আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৩:০৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২১, ০৩:০৩ PM
আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল নির্যাতন দিবস। ২০০২ সালের এই দিনে শামসুন্নাহার হলে রচিত হয় এক কালো অধ্যায়। ওইদিন রাত ১২টার দিকে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী।
এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।
তারই প্রতিবাদে ২০০৩ সাল থেকে ছাত্র-শিক্ষকরা প্রতিবছর ২৩ অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করে।
এদিকে, এবছর করোনা মহামারীর কারণে ভোর ৬টা থেকে কঠোর লকাডাউন শুরু হওয়ায় বিভিন্ন সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচিসমূহ পালন করা হয়নি। ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি স্মারণে ছাত্রলীগের উদ্যোগে হলের সামনে অলোক প্রজ্বলন কর্মসূচিটি করোনা কারণে স্থগিত করা হয়েছে।