মুজিব বর্ষ উপলক্ষে জাবিতে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  © ফাইল ফটো

‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সামাজিক সংগঠন ব্লাডম্যানের সার্বিক তত্ত্বাবধনে এ্যানথ্রোবিডি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সব পেশার মানুষকে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়।

এ্যানথ্রোবিডি’র কার্যকরী সদস্য বেলাল হোসাইন রাহাত বলেন, প্রতিটি দেশের ২৫ শতাংশ বনাঞ্চল থাকা উচিত। কিন্তু আমাদের দেশে সেটা না থাকায় বৃক্ষরোপণ করার মাধ্যমে দেশকে টেকসই ও সুরক্ষিত করে গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের আঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে।

কর্মসূচিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র নাজির আহমেদ, ইংরেজি বিভাগের মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ