ঈদে বাড়ি না ফেরার পরামর্শ ঢাবি উপাচার্যের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১১:১০ AM , আপডেট: ১১ জুলাই ২০২১, ১১:১০ AM
কঠোর লকডাউন ও করোনা ঝুঁকি বেড়ে যাওয়ায় আসন্ন ঈদে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের বাড়িতে না ফেরার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য।
অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগের পর এখন ঢাবি শিক্ষার্থীদেরও দাবি বিশ্ববিদ্যালয় থেকে বাস ব্যবস্থার। কিন্তু ঢাবি কর্তৃপক্ষ এখনো সেরকম সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় থাকার পরামর্শ দিব। কারণ দেশের সব প্রান্তে করোনা সংক্রমণ বেড়েছে। এ অবস্থায শিক্ষার্থীদের বাড়ি যেতে আমরা নিরুৎসাহিত করব।
বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করার কোন পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এখনো এমন পরিকল্পনা নেই।