ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর: ঢাবি শিক্ষক সমিতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:৫৯ PM , আপডেট: ১৮ মে ২০২১, ১২:৫৯ PM
ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার (১৮ মে) দুপরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকদের হাতে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বিশ্ববিবেক ঘুমিয়ে কেন?’, ‘ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা বন্ধ কর’ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়ার সঞ্চলনায় ও সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড . এ এস এম মাকসুদ কামালসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এতে অংশ নেন।
গাজায় ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আটদিন ধরে চলছে সহিংসতা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে।
যদিও ইসরায়েল বলছে হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যু অনিচ্ছাকৃত। ইসরাইলের দাবি, নিহতদের বেশিরভাগই ফিলিস্তিনি জঙ্গি। তবে গাজার নিয়ন্ত্রণে থাকা হামার এই দাবি অস্বীকার করেছে।
এই সংঘর্ষ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আহবান অব্যাহত রয়েছে। গাজায় আটদিন ধরে ভয়াবহ মাত্রায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।
গড়ে প্রতিদিন একশ থেকে দেড়শ বার ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় উড়ে গিয়ে বোমা ফেলছে। সেইসাথে চলছে সীমান্ত থেকে দূরপাল্লার কামানের গোলা
হামাসও গাজা থেকে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে তিন হাজারের বেশি রকেট ছুঁড়েছে, বলছে ইসরাইল।