পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

জাবির প্রশাসনিক ভবন
জাবির প্রশাসনিক ভবন

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়াসহ ছয় দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি রেজিস্ট্রার ও উপাচার্যের সচিব সানোয়ার হোসেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পাঠ্যসূচি সংক্ষিপ্তকরণ; ১৫ জানুয়ারির মধ্যে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন ও ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ; ১০ ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান ও ১৫ ডিসেম্বরে মর্ধে চূড়ান্ত পর্বের পরীক্ষার রুটিন দেয়া; বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা পরীক্ষা; নিজ হলে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ।

জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রসাশন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক। পরীক্ষার উদ্যোগ নেয়া হলে শিক্ষার্থীদের হলে থাকার ঝুঁকি থাকে, অন্যথায় পরীক্ষার আয়োজনে সুবিধা হতো।


সর্বশেষ সংবাদ