ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের নাজমুল রিমান্ডে

নাজমুল হাসান সোহাগ
নাজমুল হাসান সোহাগ  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীর করা ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে সোহাগকে আদালতে পাঠালে ঢাকা মহানগর হাকিম কনক কুমার বড়ুয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আসামি নাজমুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধীতা করেন। বিচারক শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত ২২ সেপ্টেম্বর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই শিক্ষার্থী। মামলার ১ নম্বর আসামি নাজমুল হাসান ও ৩ নম্বর আসামি নুরুল হক। বাকি আসামিরা হলেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সহসভাপতি মো. নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবদুল্লাহ হিল বাকী।

মামলায় নুরুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি মীমাংসা করার নামে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শাসিয়েছেন। বলেছেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাঁদের ভক্তদের দিয়ে ওই ছাত্রীর নামে ‘উল্টাপাল্টা’ প্রচার করাবেন।


সর্বশেষ সংবাদ