চবির সাবেক উপাচার্য নূরুদ্দিন মারা গেছেন

অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ও চবির লোঘো
অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ও চবির লোঘো  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চবির মার্কেটিং বিভাগের প্রথম বিভাগীয় সভাপতি অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. সালামত উল্ল্যা ভূঁইয়া।

তিনি বলেন, অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরীর মরদেহ ঢাকা থেকে আনা হচ্ছে। স্যারের করোনা হয়েছিল, করোনার থেকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি। করোনার ফলে যে অক্সিজেন স্যাচুরেশান ফল্ করেছিল, এটা আর ইম্প্রুভ হয়নি। জানাজা দাফনের ব্যাপার পরিবার সিদ্ধান্ত নিবে। পরিবারের সাথে আমার এখনও যোগাযোগ হয়নি।

 প্রসঙ্গত, অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ২০০২ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত চবি উপাচার্যের দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ