নতুন আরও দুই সদস্য পেল ইউজিসি

অধ্যাপক ড. মোঃ আবু তাহের (বায়ে) এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র
অধ্যাপক ড. মোঃ আবু তাহের (বায়ে) এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র

নতুন আরও দুইজন অধ্যাপককে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনজন অধ্যাপককে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

নিয়োগ পাওয়া নতুন দুই সদস্য হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্বরত ড. মোঃ আবু তাহের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. বিশ্বজিৎ চন্দ্র।

আগামী চার বছরের জন্য তাঁরা এই পদে নিয়োগ পেলেন। তবে সরকার প্রয়োজন মনে করলে এই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও কোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ড. মোঃ আবু তাহের ইতোপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের নির্বাচিত ডিন এবং ডেপুটেশনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।

অন্যদিকে ড. বিশ্বজিৎ চন্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত স্কুল অব ওরিয়েন্টাল এ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) হতে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি লন্ডনে সোয়াস, লন্ডন স্কুল অব ইকোনক্সি, কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন ও বার্লিনে জার্মান ফেডারেল ফরেন একাডেমীতে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।

এর আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, রাবি আইন অনুষদের পরপর দুই মেয়াদে ডীন, রাবি সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং এর পরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটরসহ বিভিন্ন দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন।

এর আগে তিনজন অধ্যাপককে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।নিয়োগ পাওয়া ইউজিসির সদস্যদের মধ্যে দিল আফরোজা বেগম আগেও ইউজিসির সদস্য ছিলেন। বাকি দুজন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলমগীর এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন।


সর্বশেষ সংবাদ