ইউরিচের উদ্যোগে রাবি শিক্ষার্থীদের থাইরয়েড টেস্ট

১৪ জানুয়ারি ২০২৬, ১২:০৭ PM
থাইরয়েড টেস্টের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে

থাইরয়েড টেস্টের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে থাইরয়েড টেস্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ইউরিচ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের পাশে প্রায় ৩০০ শিক্ষার্থীর থাইরয়েড টেস্ট সম্পন্ন করা হয়েছে। থাইরয়েড টেস্ট করাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও লক্ষণীয় ছিল। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বায়োটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫০০ টাকা মূল্যের থাইরয়েড টেস্ট মাত্র ৫০ টাকায় সম্পন্ন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

থাইরয়েড টেস্ট করাতে আসা আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া নুসরাত স্নিগ্ধা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এমন সুযোগ-সুবিধা না থাকায় ইউরিচের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়। মাত্র ৫০ টাকায় থাইরয়েড টেস্ট করাতে পারছি জন্য ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেও এমন সুযোগ থাকা উচিত।’

টেস্ট করাতে আসা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, ‘ইউরিচের থাইরয়েড টেস্টের ব্যানারে উপসর্গ দেখে মনে হয়েছে আমারও থাইরয়েড সমস্যা থাকতে পারে। এ জন্য এত কম টাকায় টেস্ট করিয়ে রাখলাম।’

ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ইউরিচ পাবলিক হেলথসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। অনেক শিক্ষার্থী জানেনই না যে তাদের থাইরয়েডের সমস্যা। সে-জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাইরয়েড টেস্ট এবং সচেতনতার জন্য এই  উদ্যোগটি বাস্তবায়ন করা।’

বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম বলেন, ‘তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে থাইরয়েড স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করাই আমাদের এ কার্যক্রমের মূল লক্ষ্য। থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে তরুণ প্রজন্ম নানাবিধ সমস্যায় ভুগে থাকে। কিন্তু প্রাথমিকভাবে সেই সমস্যাগুলোকে উপেক্ষা করার কারণে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ছাত্র অবস্থায় অন্তত একবার হলেও সবার থাইরয়েড হরমোন টেস্ট করা উচিত।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সংগঠন ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ)। সংগঠনটি শিক্ষার্থীদেরকে গবেষণা শেখানো এবং গবেষণালব্ধ সামাজিক সমস্যাভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9