জাবিতে ৪৫ ব্যাচের র‍্যাগজোনে মদ-গাঁজাসহ বিছানাপত্র জব্দ

০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ PM
র‌্যাগজোনে জব্দকৃত মদের বোতল

র‌্যাগজোনে জব্দকৃত মদের বোতল © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাপনী উৎসব ‘র‍্যাগ’ পালনের জন্য নির্ধারিত ৪৫তম ব্যাচের র‍্যাগজোনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ব্যবহৃত বিছানাপত্র জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য র‍্যাগজোনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগজোনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সোহেল আহমেদ, প্রক্টর  এ কে এম রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা অভিযানে মদের বোতল, মাদকদ্রব্য এবং ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড আর না ঘটে, সে জন্য ভবনটি সিলগালা করা হয়েছে। এছাড়া ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধীনে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, ৪৫তম ব্যাচের সমাপনী উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য এই ভবনটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে ভবনের চাবি প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। আজ অভিযানে আমরা এখানে মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র পাই।

তিনি আরও বলেন, এই এলাকাটি বিশ্ববিদ্যালয়ের লেকের খুব কাছাকাছি, যেখানে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না ঘটে, সে জন্য র‍্যাগজোনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9