গ্রাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৬৫ জন গ্রাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
কম্পিউটার বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দেড় বছর মেয়াদি এই মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়। সরকারি ও বেসরকারি খাতে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পিএমআইসিএস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. উপমা কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, পূবালী ব্যাংক পিএলসি এর এমডি ও সিইও জনাব মোহাম্মদ আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ৬৭ জন শিক্ষার্থীর হাতে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরিতে এবং এ খাতে দেশের নিজস্ব প্রযুক্তিগত বুদ্ধিমত্তা ও সক্ষমতা বৃদ্ধি করতে এ ধরনের প্রফেশনাল প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এ প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।