ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
নতুন বছরকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজির বিকট শব্দে আকাশ প্রকম্পিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে ছিল ভিন্ন চিত্র। স্টাফ ও টিচার্স এরিয়া ছাড়া ক্যাম্পাসের অন্যান্য এলাকায় আতশবাজি ফোটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সর্ব মিত্র চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে আতশবাজির বিকট শব্দে আকাশ কাঁপলেও, স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ার ভেতরে আতশবাজি ফোটেনি। এই সংযম ও সচেতনতার সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, এটি কোনো ভয়ের ফল নয়, এ শিক্ষা মানবিকতার, বিবেকের, মূল্যবোধের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সেই মানবিক শিক্ষারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পোস্টের শেষাংশে সর্ব মিত্র চাকমা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।