ঢাবিতে শেখ পরিবারের নামে ৫ স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে ভিসি অফিস ঘেরাও

ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের জন্য উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করেন ডাকসুর নেতারা
ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের জন্য উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করেন ডাকসুর নেতারা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নামকরণ ইস্যুতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।

আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে তারা এ ঘেরাও করেন। 

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম জানান, সংশ্লিষ্ট পাঁচটি স্থাপনার মধ্যে দুটি হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার রয়েছে। স্থাপনাগুলো হলো শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।

তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব করা হয়েছে।

তবে এর আগে ডাকসুর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘ফেলানী খাতুন হল’ করার প্রস্তাব দিলে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা তাতে দ্বিমত পোষণ করেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

বিক্ষোভ চলাকালে ‘ফ্যাসিবাদের আইকন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই মাটিতে হবে না’, ‘আছে যত ফ্যাসিবাদ, করতে হবে উৎখাত’, ‘দাবি মোদের পরিষ্কার, করতে হবে বহিষ্কার’, ‘জঙ্গি লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘বাকশালের জনক কে, শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বলেন, ‘আমার হলের অধিকাংশ শিক্ষার্থীর আকাঙ্ক্ষা আজ এখানে তুলে ধরছি। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস দীর্ঘদিন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। সেই প্রেক্ষাপটে একজন নারী মুক্তিযোদ্ধার নামে আমাদের হলের নামকরণ করার ম্যান্ডেট পেয়েছি। আমাদের হলের অধিকাংশ শিক্ষার্থী বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের নামে হলের নাম পরিবর্তনের পক্ষে।’

ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, ‘আমরা আজ দুটি দাবি নিয়ে এখানে এসেছি। প্রথমত, ফ্যাসিবাদের আইকনদের নামে বিশ্ববিদ্যালয়ে থাকা সব স্থাপনার নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা ইতোমধ্যে প্রস্তাব চূড়ান্ত করেছি। শেখ মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার দাবি জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেলের নাম পরিবর্তনের দাবিও প্রশাসনের কাছে জানানো হবে।

জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারীদের প্রসঙ্গ তুলে ডাকসু ভিপি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো রেজিস্ট্রার ভবনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আর কোনো ছাড় দেব না।’

বিক্ষোভ শেষে ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!