দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নিয়ে ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নিয়ে প্রশ্ন এসেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এমন প্রশ্ন দেখা যায়।
সেট-৩ এর সাধারণ জ্ঞান অংশের ১১ নম্বর প্রশ্নে দেখা যায়, বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসেবে বিবেচিনা করা হয়? প্রশ্নের উত্তরে দেওয়া চারটি অনশনে দেওয়া আছে- ১৯৯৭ সালের চট্টগ্রাম ভূমিকম্প, ১৯৯৯ এর মহেশখালী ভূমিকম্প, ২০০৩ এর রাঙ্গামাটি ভূমিকম্প ও ২০২৫ সালের নরসিংদী ভূমিকম্প।
চারটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প ছিল ১৯৯৭ সালের চট্টগ্রাম ভূমিকম্প। এ কম্পনটি সে সময় প্রায় ৮ মাত্রার ছিল।
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।