ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৪ হল পরিদর্শন করল বুয়েটের বিশেষজ্ঞ টিম

০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন © জনসংযোগ অফিস, ঢাবি

ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৪টি হল পরিদর্শন করেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) পরিদর্শন করা হলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, সলিমুল্লাহ মুসলিম হল, রোকেয়া হল এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল।

পরিদর্শনকালে বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, ডাকসু’র কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ডাকসু’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং হল সংসদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পরিদর্শন রিপোর্ট: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে অবস্থিত ৩ (তিন) তলা বিশিষ্ট "শিকদার মনোয়ারা" ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, ভূমিকম্পের পরে ভবনটির মূল কাঠামো ( Beam-Column) অটুট রয়েছে এবং এতে কোন ফাটল সৃষ্টি হয়নি।

উল্লেখ্য, ভবনটি নির্মাণের পর ভবনের বাইরে  Cantilever অংশে  Crack দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ অংশটি পরবর্তীতে ভেঙ্গে ফেলা হয়। বুয়েটের বিশেষজ্ঞ সদস্যরা একাধিকবার ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছেন। এছাড়া, বসবাসের উপযোগিতা যাচাইয়ের জন্য পি.ডব্লিউ.ডি (ডিজাইন সার্কেল-১)-এর টিম ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভবনটি সরেজমিনে পরিদর্শন করে। ভবনটি'র কাঠামোগত নকশা ও প্রাপ্ত তথ্যাদি মূল্যায়ন এবং বিদ্যমান অবস্থা পরিদর্শন করে ৩(তিন) তলা বিশিষ্ট ভবনটি বর্তমান অবস্থায় নিরাপদ বসবাস উপযোগী বলে টিমের সদস্যরা মতামত দেন। সে সময় পি.ডব্লিউ.ডি (ডিজাইন সার্কেল-১)-এর মতামতের প্রেক্ষিতে ছাদের মেরামত কাজসহ ভবনের অভ্যন্তরীণ বিভিন্ন মেরামত কাজ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের Phase-1 এ বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে প্রভোস্ট বাংলো, হাউজ টিউটর কোয়ার্টার ও ৩-তলা সিকদার মনোয়ারা ভবন ভেঙ্গে ৫০০ ছাত্রীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিভিন্ন হলের সংস্কার কাজের অগ্রগতি: হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে।

হাজী মুহম্মদ মুহসীন হল
হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ৬২টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সূর্যসেন হল
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলার ১৬টি, ৫ম তলার ৪৯টিসহ ৬৫টি কক্ষ এবং ৬ষ্ঠ ও ৫ম তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৭টি কক্ষের কাজসহ ৫ম ও ৪র্থ তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুমসহ উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

১৪ সালে সাজানো নির্বাচন ছিলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9