ফেসবুক গ্রুপে সামিনা লুৎফাসহ দুজনকে সাইবার বুলিং, ৪ জনের নামে স্ক্রিনশট জমা দিল ছাত্রমৈত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপ  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা ও বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং এবং আপত্তিকর মন্তব্যের সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ছাত্র সংগঠনটির নেতারা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর অভিযোগপত্র জমা দেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক ফেসবুক গ্রুপে এই মন্তব্য করেছেন চারজন। তারা হলেন- মো. সাকিবুর রহমান, সীমান্ত হোসেন নিমু, সাঈদুর রহমান সজীব ও ইসলাম মনির। এরমধ্যে মো. সাকিবুর রহমানের পরিচয় দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বলে অভিযোগপত্রে বলা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষক বিগত কয়েক দিন ধরে অনলাইনে বিভিন্নভাবে হেনস্তা এবং বুলিংয়ের শিকার হয়ে চলেছেন। সংগঠনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক ফেসবুক গ্রুপটির বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্য এবং চরিত্র হননের’ প্ল্যাটফর্মে পরিণত হওয়ার অভিযোগ তুলেছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সম্প্রতি আমাদের নজরে এসেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য এই গ্রুপের বিভিন্ন পোস্টে করা হয়েছে। ইতোমধ্যে ব্যাপক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নারী শিক্ষার্থী ফারিয়া মতিন।

অভিযোগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নারীদের সাইবার সুরক্ষা এবং বুলিং প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপর্যুক্ত অভিযোগ বিবেচনায় এনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। সংগঠনটি তাদের অভিযোগপত্রের সাথে অভিযুক্তদের নামের তালিকা এবং স্ক্রিনশটও জমা দিয়েছে।


সর্বশেষ সংবাদ