বিইউপি শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৮ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪১ AM
বিইউপি লোগো

বিইউপি লোগো © টিডিসি সম্পাদিত

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। এছাড়া ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রবিবার সকাল ১১টায় মিরপুর-১২ বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। 

আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে বিভাগটির শিক্ষার্থীরা এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তারা বলেন, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আগামীকালকের মিডটার্ম পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করছি।

এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বিবৃতিতে দিয়েছেন। তারা জানান, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। 

আরও পড়ুন: এবার থালা-বাটি হাতে রাস্তায় নামছেন শিক্ষকরা 

বিবৃতিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো-ধর্ষণে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নৃশংসতা আর কেউ ঘটাতে না পারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। 

প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার তথ্য অনুযায়ী, টিউশন শেষে বাড়ি ফেরার পথে কমলাপুর এলাকায় তিনজন তাকে তুলে নিয়ে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9