বিইউপি ছাত্রীকে ধর্ষণ
রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় জঙ্গলে, ৪ দিনেও অধরা তিন আসামি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ PM
সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে (২২) দলবদ্ধ ধর্ষণের ঘটনা চার দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১৪ অক্টোবর ধর্ষণের শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাভার মডেল থানায় মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী নিজে। কিন্তু এতদিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীর পরিবার ও সহপাঠীরা।
দলবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষার্থী বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়েন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে টিউশন থেকে বাসায় ফেরার পথে অপহরণ করে কমলাপুরের গোয়ালপাড়ার জঙ্গল এলাকায় নেওয়া হয় তাকে। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন স্থানীয় সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। পথে সোহেল রোজারিও তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাসের সহযোগিতায় গোয়ালপাড়ার জঙ্গল এলাকায় একটি টিনশেড আধাপাকা ভবনে দলবদ্ধ ধর্ষণ করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, ‘আমরা এ ব্যাপারটা নিয়ে কাজ করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনব।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুল ওহাব দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা শেষে শুক্রবার বাসায় পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার ৫ দিনেও দোষীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও সহপাঠীরা। গতকাল শুক্রবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের ব্যানারে কমলাপুর বাজারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই সময় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না হলে সাভার মডেল থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে আজ শনিবার ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছেন বিইউপি শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর-১২ বাসস্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
জানতে চাইলে ভুক্তভোগীর বড় ভাই দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, দলবদ্ধ ধর্ষণের পূর্বেই ওই ছাত্রীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়েছেন অভিযুক্তরা। ফলে ঘটনার পর সম্মান ও প্রাণহানির আশঙ্কায় ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন রাখেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা করেন।
ভুক্তভোগীর ভাই আরও জানান, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপরদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এবং পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।