রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির

রাকসু
রাকসু  © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) ও  হল সংসদ নির্বাচনের এক হলের ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রাতে মন্নুজান হলের ফলাফল প্রকাশ করেছে করেছে নির্বাচন কমিশন।

এতে নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। তার প্রাপ্ত ভোট ১০৫৫। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন। তাঁর ভোট ১০০৫।

অন্যদিকে রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছে ২৩৬, সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান পেয়েছেন ১৭৩।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার ৮৪১, ছাত্রশিবির সমর্থিত ফাহিম পেয়েছে ৪৯৫, ছাত্রদলের জীবন পেয়েছেন ৮৯।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩, ছাত্রদলের এষা পেয়েছেন ৩৭৩, আধিপত্যবিরোধী ঐক্য জোটের সজিবুর রহমান পেয়েছেন ২৫৮।

 


সর্বশেষ সংবাদ