বাঁচতে চান ঢাবি ছাত্র আবু তালহা, চিকিৎসায় প্রয়োজন ৪০ লাখ টাকা

আবু তালহা
আবু তালহা  © সংগৃহীত

বাঁচতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজ বিভাগের শিক্ষার্থী আবু তালহা। তিনি Tachycardiamyopathy নামক জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসকরা বলেছেন, তালহার চিকিৎসা দেশে সম্ভব নয়। তার চিকিৎসা সম্ভব সিঙ্গাপুরে। যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।

আবু তালহার চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই তার পরিবার ও সহপাঠীরা সবার কাছে সহায়তা চেয়েছেন।

তার সহপাঠীরা জানান, ২০২১ সালে ভারতে তার প্রথম হার্ট অপারেশন হয়, কিন্তু তা সফল হয়নি। পরে ২০২৩ সালে দ্বিতীয়বার ভারতে গেলে ডাক্তাররা জানান— তার হার্ট দ্বিতীয় অপারেশনের জন্য প্রস্তুত নয় এবং তাকে হাই-ডোজ মেডিসিনে রাখা হয় যাতে বুকে ব্যথা কম থাকে। এরপর ২০২৪ সালে ভারতের ভিসা জটিলতার কারণে তালহা আর সেখানে চিকিৎসা নিতে পারেননি।

তারা আরও জানান, তার হৃদস্পন্দন ১৫০-২০০ পর্যন্ত থাকায় তার শারীরিক অবনতি হয়। পরে তালহার পরিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অপারেশনের সিদ্ধান্ত নেয়। কিন্তু গত ২৮ সেপ্টেম্বর রাতে অপারেশনের মাত্র ২০/৩০ মিনিটের মধ্যেই ডাক্তাররা জানান—অপারেশন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই সময়ের মধ্যে তালহার হার্ট সচল রাখতে ৩ বার ডিসি শক (DC Shock) দেওয়া হয়।

এরপর গত ৩০ সেপ্টেম্বর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুদিন থাকার পর তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তালহার দেহে নতুন করে লিভার ইনফেকশন ধরা পড়ে। এ সময়ের মধ্যে তাকে ৮ ব্যাগ হোয়াইট ব্লাড সেল দেয়া হয়। বর্তমানে তিনি আইসিউতে ভর্তি আছেন।

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা
Bkash (Payment)
01935-582271 (Adarsha Library) (Merchant Account-এ অবশ্যই Payment Option ব্যবহার করে অর্থ পাঠাবেন।)

Bkash (Personal)
01521715664 (Niaz)
01774359454 (Readul)
01575147563 (Riyaj)

Nagad
01540021688 (Readul)
01575147563 (Riyaj)

Rocket
01976229651 (Talha)

Upay
01521715664 (Niaz)
01575147563 (Riyaj)

Islami Bank Bangladesh PLC
Account: 2050 240 02 03598101
Name: MD. AMIR HOSSAIN
Branch: Khilgaon Br, Dhaka
Routing No: 125273675


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence