ফিলিস্তিনের সংগ্রামে সংহতি জানাতে ডাকসুর কবিতা পাঠের আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © টিডিসি সম্পাদিত

ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ ‘অপারেশন আল-আকসা ফ্লাড’-এর দুই বছর পূর্ণ হচ্ছে কাল সোমবার (৭ অক্টোবর)। এই উপলক্ষে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে কবিতা পাঠের আসর।

রবিবার (৬ অক্টোবর) ডাকসুর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা, স্থল অভিযান ও অবরোধে শহীদ হয়েছেন অন্তত ৬৬ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন লাখের কাছাকাছি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে প্রাণ হারিয়েছে বহু শিশু। অনাহার ও অর্ধাহারে দিন কাটছে গোটা গাজা অঞ্চলের মানুষের।

ডাকসুর বিবৃতিতে বলা হয়, দুই বছর ধরে গাজা উপত্যকার মানুষ নির্যাতন, হত্যা ও ধ্বংসযজ্ঞের মুখে জীবনযাপন করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র, নিষিদ্ধ বোমা ও কেমিক্যাল। অথচ বিশ্ব সম্প্রদায়ের অধিকাংশই নিরব থেকেছে। প্রতিদিনের শহীদদের সংখ্যা কেবল সংখ্যা হিসেবেই উঠে আসছে সংবাদপত্রের পাতায়, যেন গাজাবাসীর জীবন কেবল পরিসংখ্যান।

তাই এদিন ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি একাত্মতা প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ৭ অক্টোবর সন্ধ্যায় চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করছে এক কবিতা পাঠের আয়োজন। যেখানে পাঠ করা হবে ফিলিস্তিনের বিখ্যাত কবি মাহমুদ দারবিশ, ফাদওয়া তুকান ও মোসাব আবু তোহার কবিতা। একইসঙ্গে কবিতায় উচ্চারিত হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিবাদ ও সংহতির কণ্ঠস্বর।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়, ‘এই কবিতা পাঠের মাধ্যমে আমরা গাজার শিশু, নারী ও সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে ধারণ করতে চাই। তাদের সাহসী লড়াইয়ের সঙ্গে আমাদের সংহতি জানাতে চাই। কবিতাই হোক আমাদের প্রতিবাদের ভাষা।’

আয়োজনে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, ‘আসুন, সোমবার সন্ধ্যায় চারুকলার বকুলতলায় একত্র হই। কবিতা পাঠ করি, প্রতিবাদে সরব হই—গাজার মানুষের পাশে দাঁড়াই।’


সর্বশেষ সংবাদ