বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ৭ শিক্ষক ও ১ শিক্ষার্থী

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ AM
বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষক ও শিক্ষার্থীরা

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া জাবি শিক্ষক ও শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাত শিক্ষক ও এক শিক্ষার্থী। শনিবার (২০সেপ্টেম্বর) আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টারের (মেট্রিকস) গবেষক জন পি এ ইয়োনিডিস গবেষণা প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা এলসিভিয়ার জার্নালে প্রকাশ করা হয়েছে।

গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে সেরাদের তালিকাটি প্রস্তুত করা হয়। প্রতিবেদনটি বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো পুরো পেশাগত জীবনের ওপর, আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর। 

বার্ষিক গবেষণা মূল্যায়ন ক্যাটাগরিতে তালিকায় স্থান পাওয়া জাবির সাত জন শিক্ষক হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান; এস. এম. দিদার উল ইসলাম; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এ.মামুন; ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির অধ্যাপক এম শামীম কায়সার, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান; মো. নূরুল ইসলাম এবং রসায়ন বিভাগের অধ্যাপক মো. এনামুল হক।

বিশ্ববিদ্যালয়ের আট গবেষকের তালিকায় একমাত্র শিক্ষার্থী পাবলিক হেলথ অ্যান্ড ইমফরমেটিক্স বিভাগের মোহাম্মদ এ মামুন। ‌

আরও পড়ুন: পোষ্য কোটার ধাক্কা, গুচ্ছে ৩২৭৪৩ মেধাক্রম নিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভিসি-কন্যা

এ অর্জন প্রসঙ্গে অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ‘আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। এটি আমার টানা চতুর্থবারের স্বীকৃতি। এর আগে ২০২২, ২০২৩, ২০২৪ সালেও এ স্বীকৃতি পেয়েছি। এ অর্জন কেবল আমার একার প্রচেষ্টার ফল নয়, বরং আমার সহ-লেখক, শিক্ষার্থী এবং সহযোগীদের অমূল্য সমর্থনের প্রতিফলন।’

সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান বলেন, ‘স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) এবং এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় আমি আসলেই কৃতজ্ঞ। প্রতি বছর জাবি থেকে কয়েক জনের নাম থাকে। তবে এবার আট জনের, যা সত্যি গর্বের বিষয়।’

উল্লেখ্য, স্ট্যানফোর্ড–এলসেভিয়ার শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকা হলো বিশ্বব্যাপী স্বীকৃত এক মানদণ্ড, যেখানে গবেষকদের অসাধারণ উদ্ধৃতি প্রভাব (citation impact) এবং দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক অবদানকে গুরুত্ব দিয়ে স্থান দেওয়া হয়। এলসেভিয়ার প্রতি বছর প্রায় দুই হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি। এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।

ব্যালটের একই সারিতে ট্রাক ও ট্রাক্টর প্রতীক, বিপাকে নুরের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, পদ ১০, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি, দাম কত?
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসিতে আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে হট্টগোল
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন জোটে আসবে কিনা, জানালেন মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9