চাকসু নির্বাচনে ১১ বাম সংগঠনের প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’

‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের সংবাদ সম্মেলন
‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছে ১১ বাম সংগঠন। ‘বৈচিত্র্যের ঐক্য’ শিরোনামের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম জসিম মনোনয়ন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুপুরে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল পরিচিতিকালে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন শিক্ষার্থীদের সামনে ঐতিহাসিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হৃদয় তড়ুয়া, শহীদ ফরহাদ হোসেনরা প্রাণ দিলেও আমরা এখনও ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাইনি। অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রূপান্তরের বদলে মব ভায়োলেন্স, প্রশাসনিক আধিপত্য, গুপ্ত হামলা, নারী বিদ্বেষ, স্লাটশেমিং, সাইবার বুলিংসহ নানা অগণতান্ত্রিক চর্চা শিক্ষার্থীদের বারবার আক্রান্ত করেছে।

তারা আরও বলেন, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের আক্রমণে ১৫০০ শিক্ষার্থী আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের ৫২ ঘন্টা অনশন করতে হয়েছে। আমরা আশঙ্কা করছি জাতীয় রাজনীতির পটপরিবর্তনের সাথে সাথে ক্ষমতাসীন শক্তিগুলো পরস্পরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আরো বেশি অনিরাপদ করে তুলবে। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে সন্ত্রাস, আধিপত্যমুক্ত, গণতান্ত্রিক ও নিরাপদ একাডেমিক পরিবেশ নির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমরা চাই চাকসু বিশ্ববিদ্যালয়ে সর্বজনের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সচেতন প্লাটফর্ম হয়ে উঠবে। চাকসু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, পরিবহনসহ সকল ক্ষেত্রে চলমান সংকটের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে। গবেষণা, স্বাস্থ্য, আবাসন, সমস্ত নিপীড়িত অংশের কন্ঠস্বর হবে। পরিচয়বাদী বিভাজন দূর করে, অধিকারের পক্ষে সমস্ত বৈচিত্র্যকে ধারণ করে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে। সেই ঐক্যের বার্তা নিয়ে আমাদের পর্ষদের নাম নির্ধারণ হয়েছে বৈচিত্র্যের ঐক্য।

তারা বলেন, এই পর্ষদে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জাতিভিত্তিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল গঠন করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাজনের বদলে ঐক্যের শক্তিকে গ্রহণ করবে।

প্যানেলের অন্য প্রার্থীদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বম স্টুডেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি লালত্লান সাং বম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দপ্তর সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে কলতানের সভাপতি শামসুন্নাহার রুমী, দপ্তর সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, সহ-দপ্তর সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সজিব চন্দ্র দাস, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক মাহিদুল ইসলাম (ইবাদ), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে চবি জুম্ম শিক্ষার্থী পরিবারের আহ্বায়ক শর্ত খীসা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নারী অঙ্গনের সংগঠক মোসা. সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, স্বাস্থ্য সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রিশাদ আমীন বর্ণ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব মনোনয়ন পেয়েছেন।

সম্পাদকীয় পদের মধ্যে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। কার্যনির্বাহী সদস্য পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সোমা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী তিষ্য চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক শিউলি ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক সিংয়ইপ্রু মারমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য অংক্যচিং মারমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ