ভোটের আগের রাতে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ PM
ডাকসু লোগো

ডাকসু লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে ভোটের আগের রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করা আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিদওয়ান মানসুর। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, তিনি উক্ত পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে। আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি এবং উক্ত পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

এদিকে বিষয়টির দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, রিদ‌ওয়ান মানসুর প্রার্থীতা প্রত্যাহার করে আমাকে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত, সমর্থন পাওয়া মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ দীর্ঘদিন ধরেই সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিসেবে।

আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬