ডাকসুর এত কোয়ালিফাইড প্রার্থীর মধ্যে সেরা প্রার্থীর ব্যালট চেনাও চ্যালেঞ্জ: হামিম

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ AM
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তানভীর বারী হামিম

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তানভীর বারী হামিম © টিডিসি সম্পাদিত

ডাকসুর এত কোয়ালিফাইড প্রার্থীর মধ্যে সেরা প্রার্থীর ব্যালট নম্বর চেনাও শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট রেজিম পরবর্তী সময়ের এই মুক্ত বাতাসে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে প্যানেলের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশ নিচ্ছেন। সব প্রার্থীকে আমার তরফ থেকে শুভেচ্ছা।’

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম এসব কথা বলেছেন। তিনি বলেন, একা একা লিফলেট বিলি থেকে শুরু করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও তাদের নানান চাহিদার কথা শোনা, পোস্টার বানানো-ছাপানোর মতো সব কাজ কি সুন্দর একা হাতে সামলিয়েছেন সবাই। 

তিনি আরও বলেন, ‘বিগত ১১ দিনে ১৮টি হলের প্রত্যেক দরজায় কড়া নাড়ার চেষ্টা করেছি। এত বড় ক্যাম্পাস এই অল্প সময়ে প্রচারণা শেষ করা দুঃসাধ্যই বলা চলে, তবুও একা একা পায়ে হেটে ছেলেদের প্রতিটি হলের ডোর টু ডোর গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমাদের বোনদের হলগুলোর প্রজেকশন মিটিং এ সুন্দর সাড়া পেয়েছি। হলপাড়া, টিএসসি, ফ্যাকাল্টিগুলোয় অনাবাসিক শিক্ষার্থীদের সাথে মন খুলে কথা বলার সুযোগ হয়েছে।’

বিগত এক বছর ‘কমল মেডি এইড’ নিয়ে কাজ করার সুবাদে ক্যাম্পাসের অনেক শুভাকাঙ্ক্ষীকে এ অসাধ্য সাধনে পাশে পেয়েছেন জানিয়ে শেখ তানভীর বারী হামিম বলেন, ‘বিভিন্ন কাজে আমার ছাত্রদলের ভাইয়েরা এগিয়ে এসেছেন। আপনাদের  সবার কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনে জয়-পরাজয় আসবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া এই অদম্য স্পিরিট সবার মধ্যে বজায় থাকুক।’

আরও পড়ুন: কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামবো না: সাদিক কায়েম

ফলাফল যাই আসুক, সবার সঙ্গে কথা বলতে চান জানিয়ে তিনি বলেন, টিএসসির মোড়ে একসঙ্গে চা খেতে চাই, সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই। আমরা সবাই যদি একত্রিত হই, ইশতেহারে দেওয়া আমাদের ইনোভেটিভ সব স্বপ্নগুলো আমরা একসাথে বাস্তবায়ন করতে পারব। আমাদের ইশতেহারের এই স্বপ্নগুলোকে আমরা হারিয়ে যেতে দিবো না। 

শেখ তানভীর বারী হামিম বলেন, ‘এত এত কোয়ালিফাইড প্রার্থীর মাঝ থেকে সবকিছু বিবেচনায় সেরা প্রার্থীর ব্যালট নম্বর চেনাও আমাদের শিক্ষার্থীদের জন্যেও এটা একটা চ্যালেঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে এরকম সুন্দর ফেস্টিভ মুড প্রতিবছর আসুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আপনারা সবাই কি একসঙ্গে কাজ করতে প্রস্তুত?’

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9