চলতি সপ্তাহেই সাজিদ হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর: ইবি থানার ওসি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM
ইবি থানার ‍ওসি মেহেদী হাসান ও নিহত ছাত্র সাজিদ আব্দুল্লাহ

ইবি থানার ‍ওসি মেহেদী হাসান ও নিহত ছাত্র সাজিদ আব্দুল্লাহ © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দিতে পুলিশ হেডকোয়ার্টারের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তিনি বলেন, চলতি সপ্তাহেই তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর করা হবে।

শনিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব এখনো পায়নি সিআইডি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর এক আলাপচারিতায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন তিনি।

ওসি মেহেদী হাসান বলেন, সাজিদের বাবার আবেদনের প্রেক্ষিতে হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তরের ব্যাপারে তখনি আমরা কাজ শুরু করেছিলাম। বিধি মোতাবেক পুলিশ হেডকোয়ার্টারে আবেদনটি জমা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টারে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের বিষয়ে একটা অনুমোদন হয়েছে কিন্তু আমরা এখনো কাগজটা পাইনি। হয়তো এই সপ্তাহের মধ্যেই আমরা লিখিত কপি পেয়ে যাব এবং সিআইডিতে হস্তান্তর করবো।

তিনি বলেন, সিআইডি বাদে কোন তদন্ত করা হচ্ছে না। আমরা ইবি থানা এবং সিআইডি টিম যৌথভাবেই সাজিদ হত্যার তদন্তের কাজ করছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোবাইলের ফরেনসিক টেস্ট, বিভিন্ন ম্যাসেজ ও তথ্যের আদান-প্রদান, এগুলো বের করার কাজ সিআইডি-ই করছে। তারা যখন মামলার দায়িত্ব নিবে, আমরা আমাদের কাছে থাকা সবকিছু তাদের বুঝিয়ে দিব। আমরা অফিসিয়ালি চিঠিটা হাতে পাইনি, এজন্য কাওকে ওইভাবে জানানো হয়নি। এই সপ্তাহে চিঠি পেলেই মামলা হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের কাছে সরকারের উচ্চপর্যায়ের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ করে প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9