ভয়েস অব বিজনেস © সংগৃহীত
দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস (VoB) আয়োজন করছে জাতীয় পর্যায়ের জনপ্রিয় কেস কম্পিটিশন ব্র্যান্ডড্রিল ৫.০। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবেন।
ভয়েস অব বিজনেস (VoB) জানিয়েছে, শিক্ষার্থীদের বাস্তবধর্মী ব্র্যান্ডিং সমস্যার সমাধানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের ব্র্যান্ড আইডিয়েশন, কৌশল প্রণয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
ভয়েস অব বিজনেস (VoB) জানায়, এ বছর মোট পুরস্কারের পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, প্রথম রানার-আপ দল ৬০ হাজার টাকা, দ্বিতীয় রানার-আপ দল ৪০ হাজার টাকা এবং অন্য তিনটি ফাইনালিস্ট দল পাবে পাঁচ হাজার টাকা করে।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন ধাপে। প্রথম ধাপে অনলাইনে ২৪ ঘণ্টার মধ্যে ‘র্যাপিড ফায়ার রাউন্ড’-এ কেস সমাধান জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে ব্র্যান্ডিং বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি অংশগ্রহণকারীদের তৈরি করতে হবে একটি অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC)। আর গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের উপস্থাপন করতে হবে একটি সমন্বিত বিপণন যোগাযোগ (Integrated Marketing Communication) ক্যাম্পেইন। আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন- https://tickify.live/event/brandrill-5/

উল্লেখ্য, ২০০৭ সালে যাত্রা শুরু করা ভয়েস অব বিজনেস দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে তারা তাদের ম্যাগাজিনের ১৪টি সংস্করণ প্রকাশ করেছে। পাশাপাশি BRANDrill ছাড়াও Job Market Essentials, Writing Contestসহ শিক্ষার্থীদের জন্য নানা কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি।
নিবন্ধন করা যাবে অনলাইনে https://tickify.live/event/brandrill-5/ লিংকে। এছাড়া ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ভিওবির ওয়েবসাইট https://thevob.net/ ও ফেসবুক পেজে।