ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভবন © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কাজী মারুফুল হক বলেন, ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে তাদের সাথে কোন ধরনের বেয়াদবি যেন না হয়। যদিও কেউ বেয়াদবি করেন তা বরদাস্ত করা হবে না। এ ধরণের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় সিনেট হলে নির্বাচন কমিশনের সাথে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি।
মারুফুল হক বলেন, ‘একটি জরুরি বিষয় আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে আসা। এটি হলো ডাকসুর ব্যাপারে কিছু সতর্কতা জানাতে আসছি। ডাকসু আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আমাদের মূল কাজ পড়াশোনা। ডাকসুর প্রচার প্রচারণা করার ক্ষেত্রে পাঠ কার্যক্রম, গবেষণা, সেমিনার যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এটা খুবই স্ট্রিক্টলি দেখা হবে।’
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন হয়েছে বলেই আজ আমরা এখানে এই উদ্দেশ্যে সমবেত হতে পারছি। কোনোভাবেই জুলাই নিয়ে কোনো রকম কটাক্ষ করে অসম্মান করে কোনো প্রচারণা চালানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বার্থ সবার আগে। কোনো প্রার্থী মুক্তিযুদ্ধকে অসম্মান করে কোনো প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে। এটা নন-নেগোসিয়েবল। এটার জন্য বিধিবদ্ধ শাস্তি প্রয়োগ হবে।’
সবশেষে তিনি বলেন, ‘অনলাইনে কারো প্রতি কোনো হ্যাট স্পিচ বা অসম্মান বরদাস্ত করা হবে না।’