ডাকসুর ভোটার তালিকায় ছবি রাখা নিয়ে শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। কেউ ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক হলে বুধবারের (২৭ আগস্ট) মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চীফ রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে যে সকল ভোটার বা শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক, তাদেরকে ২৭ আগস্টের মধ্যে চীফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করার জন্য বলা হচ্ছে।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় সর্বসাধারণের প্রবেশাধিকার সীমিত ও জনসাধারণের প্রবেশাধিকারযোগ্য তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অপসারণের দাবিতে রিট করেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকা উন্মুক্ত রাখাকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চার শিক্ষার্থীর রিট: ডাকসুর ভোটার তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাবির

যদিও রিটকারী শিক্ষার্থীদের দাবি ছিল ওয়েবসাইটে তথ্য থাকুক, কিন্তু তা নিয়ন্ত্রিত ও নারীদের ছবি ছাড়া। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম জুমা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার তামান্না এ রিট আবেদন করেন।

শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, ভোটার তালিকায় জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করার এবং জনসাধারণের প্রবেশাধিকারযোগ্য ভোটার তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অবিলম্বে অপসারণ করতে হবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য এবং তথ্যের গোপনীয়তার অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ