পিএসসির সদস্য হলেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার—প্রশাসন বলছে, ভোটে ‘প্রভাব পড়বে না’
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪১ AM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম আমজাদ হোসেন। সাংবিধানিক পদে নিয়োগের পর তিনি আর রাকসুর প্রধান নির্বাচন কমিশনার পদে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। তবে এতে আসন্ন এই নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পিএসসির সদস্য নিয়োগের পর আগামী সপ্তাহে শপথ অনুষ্ঠান হতে পারে। সেক্ষেত্রে অধ্যাপক আমজাদ হোসেন আদৌ রাকসুর প্রধান নির্বাচন কমিশনার থাকতে পারবেন কি না, এমন প্রশ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, উনি পিএসসির সদস্য পদে যোগদানের আগ পর্যন্ত রাকসুর প্রধান নির্বাচন কমিশনার থাকতে পারবেন। এতে কোনো বাধা নেই। এখন উনি কবে শপথ নেন, যোগদান করেন; সেটা জানার বিষয়। এ নিয়ে প্রশাসন দ্রুতই সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, এখন এ অবস্থায় করণীয় কী, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। রাকসু নির্বাচন অবশ্যই হবে। আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেবো। এ বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য মানুষ আছেন যারা রাকসু বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় আনন্দের। উনি যেহেতু রাকসু'র প্রধান নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন। উনি পিএসসি সদস্য শপথের আগ পর্যন্ত উনার দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ আমরা দ্রুতই জরুরি সিন্ডিকেট মিটিংয়ে বাকি নির্বাচন কমিশনার মধ্যে থেকে একজনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে রাকসু'র নির্বাচন কমিশনার জায়গায় নিয়োগ করব।