ডাকসুর খসড়া তালিকায় হামলায় অভিযুক্ত ১১৭ ছাত্রলীগ নেতার নাম

১১ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
ছাত্রলীগ ও ঢাবির লোগো

ছাত্রলীগ ও ঢাবির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১৭ জন নেতার নাম অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তালিকায় আরও রয়েছেন এই অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ১২৮ জনের মধ্যে সাতজন এবং মামলার ২৭ আসামি, যাদের মধ্যে দুইজন বর্তমানে কারাগারে আছেন।

গত ৩০ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ৩৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থীর নামসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাম আসলে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে প্রতিটি হলে ব্যাচভিত্তিক তালিকা প্রণয়ন করে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে। একই বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। পরে প্রশাসনিক তদন্তে গত মার্চে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৮ জনকে বহিষ্কার করে। তবে তালিকাটি অসম্পূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে প্রশাসন এবং অতিরিক্ত যাচাইয়ের জন্য আরেকটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যা এখনো প্রতিবেদন জমা দেয়নি।

আরও পড়ুন: ট্রাস্টি বোর্ডের ‘বৈধতা’ প্রশ্নে বাবা-ছেলের দ্বন্দ্বে ডুবতে বসেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি

আরও জানা যায়, ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত শেষে প্রশাসন মোট ১২৮ জনকে বহিষ্কার করেছিল। তবে বহিষ্কৃতদের মধ্য থেকেই বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীব, নিঝুম ইফতার, পারভেজ মুন্সী, বায়জিদ বোস্তামী, সাকিব হাসান, শেখ মুজিবুর রহমান হলের শাহনেওয়াজ পল্লব এবং কবি জসীম উদ্‌দীন হলের আশিকুর রহমানসহ সব মিলিয়ে ১১৭ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর নাম ডাকসুর খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এখন যেটি প্রকাশিত করা হয়েছে তা খসড়া। খসড়া তালিকায় যেসব ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে তাদের চিহ্নিত করে আমরা ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো।

উল্লেখ্য, আজ (সোমবার) বিকেল ৪ টায় ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫৯ ভর্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী নিরাপত্তায় ফেনীতে পুলিশের বিশেষ অভিযান, ২৯টি মোটর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা যুবদলের সেই সা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9