ডাকসুর খসড়া ভোটার তালিকায় বিতর্কিত-বহিষ্কৃত ছাত্রলীগ নেতারাও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিতর্কিত শিক্ষার্থীদের পাশাপাশি নাম এসেছে জুলাই আন্দোলনে বহিষ্কার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও। তবে নির্বাচন কমিশন বলছে, খসড়া ভোটার তালিকা ব্যাপারে কারও আপত্তি থাকলে তাদেরকে অবহিত করতে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্রী ১৯ হাজার ২৮ জন (৪৭.৬৫%) এবং ছাত্র ২০ হাজার ৯০৪ জন (৫২.৩৫%)। গত মঙ্গলবার (২৯ জুলাই) ডাকসুর তফসিল ঘোষণার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এসএম হলের তুলনায় ১০ গুণ বেশি ভোটার রোকেয়া হলে, কোন হলে কত জন?
এদিকে, খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট হলে হলে টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এই তালিকায় বিতর্কিত শিক্ষার্থীদের পাশাপাশি নাম এসেছে জুলাই আন্দোলনে বহিষ্কার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও।
খসড়া ভোটার তালিকায় তার নাম দেখা গেছে বিজয় একাত্তর হল শাখা সভাপতি সজিবুর রহমান সজিবের। হল থেকে বহিষ্কৃত মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের বহিষ্কৃত শিক্ষার্থী সজিবের নাম ভোটার তালিকায় ১৬ নম্বরে রয়েছে। জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় হল থেকে থেকে বহিষ্কৃত হন তিনি। হল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও ভোটার তালিকায় তার নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া কবি জসীম উদদীন হলসহ কয়েকটি হলের খসড়া ভোটার তালিকায় বিতর্কিত শিক্ষার্থীদের পাশাপাশি নাম এসেছে জুলাই আন্দোলনে বহিষ্কার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসব অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো শিক্ষার্থীর বিষয়ে আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট হল প্রভোস্টের মাধ্যমে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।