গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০১:১৪ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মধ্যরাতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি। আমাদের রক্ত দেওয়া শেষ হয়নি। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। গতকাল সন্ধ্যায় গাজীপুর সাংবাদিককে হত্যা করা হয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে ভিডিও করার কারণে। যে সাংবাদিক সারা বাংলার খবর তুলে ধরে সেই সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।
অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, এভাবে প্রকাশ্যে চাঁদাবাজদের ছেড়ে দিলে ইন্টেরিমকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য হব। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
প্রসঙ্গত, নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।