কেসকেশন সিজন ২ © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজনেস ক্লাবের আয়োজনে এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় আবারও আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা ‘কেসকেশন সিজন ২।’ যেখানে থাকছে মোট দেড় লক্ষ টাকার পুরস্কার।
রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস।
সংগঠনটি জানায়, ২০২১ সালের সফল প্রথম আসরের পর এবার প্রতিযোগিতাটি ফিরে এসেছে আরও বড় পরিসরে, আরও বেশি পুরস্কার এবং অংশগ্রহণকারীদের জন্য নতুন উদ্দীপনা নিয়ে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজ এবং কৌশলগত চিন্তাকে একটি বাস্তবমুখী প্ল্যাটফরমে তুলে ধরা। অংশগ্রহণকারী দলগুলো বিভিন্ন বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ ও সমাধানের মাধ্যমে তাদের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি প্রদর্শনের সুযোগ পাবে।
সংগঠনটি আরো জানান, সকল ফাইনালিস্টের জন্য পুরস্কার আছে। শীর্ষ তিন দলের বাইরে থাকা ফাইনালিস্টরাও পাবেন আকর্ষণীয় নগদ পুরস্কার (টাকা)। এছাড়া সকল সেমিফাইনালিস্ট দল রেজিস্ট্রেশন ফি ফেরত পাবে। একটি সত্যিকারের 'নো রিস্ক, অল রিওয়ার্ড' সুযোগ।
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতি দলে সদস্য সংখ্যা ২ থেকে ৪ জন হতে হবে। ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল (Cross-University Teams) অনুমোদিত।
‘কেসকেশন সিজন ২’ প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে রাবি বিজনেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, বাস্তব জীবনের ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে এমন প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'কেসকেশন সিজন ২' শুধু সমস্যা সমাধানের একটি মঞ্চ নয়-এটি নেতৃত্ব, বিশ্লেষণ এবং দলগত দক্ষতার একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র। আমরা আশা করছি, এ আয়োজন দেশের উদীয়মান তরুণদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।
ফেসবুক ইভেন্ট https://www.facebook.com/events/1806624789927986 মেইল করতে পারেন- rubusinessclub.com/casecation, casecation.rubc25@gmail.com এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন এখানে ০১৬৩২-৭৫৯১৩৩